আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগুনে পুড়ে ছাই একটি বাইক। ঘটনাটি সোমবার ভোরে দুপুরে কমলপুর থানার অন্তর্গত মোহনপুর পঞ্চায়েতের গোয়ালমারা গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিতের পুত্র পীযূষ শর্মার বাইক পুড়ে ছাই হয়ে গেছে।ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই বাইকটি।অগ্নিকান্ডে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোরে মন্দিরের অভ্যন্তরে রাখা মন্দিরের পুরোহিত প্রাণ গোপাল শর্মার ছেলে পীযূষ শর্মার টিআর ০৪সি ৪৮০৩ নম্বরের পালসার বাইকটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করে স্হানীয় মানুষ । তখন তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়েছে।স্হানীয় মানুষ সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় কমলপুর থানার পুলিশকে। কমলপুর থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।