ফরোয়ার্ড ক্লাব: ১
এগিয়ে চলো সংঘ:১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। খেলা হবে সুপারফোরে। প্রথমার্ধে ফরওয়ার্ডের গোলটা দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো সংঘ যেভাবে শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনলো। সেটা দেখে মনে হল, দু-দলই মূল খেলাটা খেলবে সুপার ফোরের লড়াইয়ে। এযাত্রায় দুই দলই অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে তারা সুপারফোরে পৌছুবে। সেই লক্ষ্যেই মূলতঃ আজ ড্র ম্যাচে কোনও দলের তেমন কোনও আফসোস দেখা দেয়নি। তবে প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টি থেকে ফরওয়ার্ডের গোলটাকে কিছুতেই মেনে নিতে পারছে না এগিয়ে চলো সংঘের কোচ। ফরওয়ার্ডের প্ল্যান ছিল অন্যরকম। প্রথমার্ধে ভালো মার্জিন নিয়ে দল এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলার কথা ছিল। কিন্তু মাঠের পরিস্থিতি খেলার প্ল্যান পাল্টে দিয়েছে। ফের ভাইটাল ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। এগিয়ে চলো সংঘ বনাম ফরওয়ার্ড ক্লাবের হাইভোল্টেজ ম্যাচ দুই অর্ধের দুই গোলে অমীমাংসিত ভাবে খেলাটি শেষ হয়েছে। দুই দল এক-এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। চার ম্যাচের শেষে এগিয়ে চলো সংঘের পয়েন্ট ১০। অপরদিকে সম সংখ্যক ম্যাচ খেলে ফরোয়ার্ড ক্লাবের পয়েন্ট ৮। তৃতীয় ম্যাচে ত্রিবেনী সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজকের খেলায় প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টি থেকে ফরওয়ার্ড ক্লাবের ছংথাম সিং একটি গোল করে দলকে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে এগিয়ে চলো সংঘ গোলটি শোধ করার লক্ষ্যে সুযোগ খুঁজতে থাকে। খেলার ৬৭ মিনিটের মাথায় মাল সোয়াম দুঙ্গা গোলটি প্রতিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে স্বভাবসুলভ দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জয়সূচক গোলের সন্ধান আর কেউ দিতে পারেনি। তবে দুই অর্ধের খেলায় রেফারি দু-দলের পাঁচজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা, বিপ্লব কুমার সিনহা ও শিবজ্যোতি চক্রবর্তী দিনের খেলা: বীরেন্দ্র ক্লাব বনাম ফ্রেন্ডস ইউনিয়ন, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

