BRAKING NEWS

 গুজরাটের নীলকন্ঠ ধাম মন্দিরের নিদর্শন ফুটে উঠবে এবার ভারতরত্ন সংঘে

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। সামনেই দুর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরেও শহরের বড় বাজেটের পূজা কমিটিগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শহরের বড় বাজেটের পূজার মধ্যে উল্লেখ যোগ্য একটি পূজা কমিটি হল ভারতরত্ন সংঘ। উষা বাজারের ঐতিহ্যবাহী ক্লাব ভারতরত্ন সংঘ প্রতিবছরই হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন বিখ্যাত মন্দির তাদের পূজো মন্ডপে ফুটিয়ে তোলে। এ বছরে যে তার ব্যতিক্রম হবে না পাশাপাশি দর্শক সমাগম যে হবে অনেকটাই তা আর বলার অপেক্ষা রাখে না। এবছর তাদের থিম হচ্ছে গুজরাটের নীলকন্ঠ ধাম মন্দির।

নীলকান্ত ধাম একটি চোখ ধাঁধানো, কল্পনাপ্রসূত এবং দর্শনীয় মন্দির। মন্দিরটি যেখানে অবস্থিত তা এক কথায় অপূর্ব। নর্মদা নদীর পবিত্র জলরাশি, পাহাড়ের গোলকধাঁধা, নানা রকমের উদ্ভিদ ও প্রাণীজগৎ, সবুজ ও সবুজ বাগান, পাহাড় ও উপত্যকা, ঘাসের মাঠ, সুগন্ধি ফুলের গাছপালা, আর কী না যা অনায়াসে আপনাকে মন্ত্রমুগ্ধ করতে পারে। এবছরের পুজো মণ্ডপে পুরো মন্দিরটাই তুলে ধরবেন ভারতরত্ন সংঘ। এবারের পূজার বাজেট রয়েছে ৩০ লক্ষ টাকা। মন্ডপ সজ্জায় রয়েছেন নবদ্বীপের শিল্পীরা। প্রতিমা শিল্পী হিসেবে থাকবেন আগরতলা আর্ট কলেজের প্রাক্তন ছাত্র বলে জানান ক্লাবের সম্পাদক প্রভাকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *