BRAKING NEWS

শিশু হত্যার মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত

 আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ধলাই জেলার  রইস্যাড়ি থানা এলাকায় এক শিশুকে হত্যার দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ঘটনার বিবরণে জানা যায় ,গত ১৯/০৯/২০১৯ রইস্যাবাড়ি থানার অন্তর্গত  দেশরায় পাড়ার ২৩ বছরের যুবজ হেমন্ত এিপুরা পিতা রইশ্যামনি এিপুরা বাড়ির পাশে ধানের জমিতে কাজ করছিলেন। হেমন্ত দেখতে পান যে ধানের জমির আইল থেকে পোকা তুলছিল তিন বন্ধু। হেমন্ত তখন সে জমিতে কাজ করছিলেন। এই পোকা তুললে জমির আইল নষ্ট হবে। সে তাদের পোকাগুলো তুলতে বাধা দেন। এই তিন বন্ধু না কথা না শোনায় উত্তেজিত হয়ে এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। ভয়ে তিন শিশু বন্ধু মধ্যে  দুইজন  পালিয়ে যায়। কিন্তু একজন পালাতে পারেনি  ।  তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে হেমন্ত ত্রিপুরা। এনিয়ে রইস্যাবাড়ি থানায় মামলা হয় । যার কেস নং এসটি(টি-১)০৬/২০২০ফাইল নং২০/২০১৯রইস্যাবাড়ি থানা।

এই কেসের আইও ছিলেন এস.আই সুলেমান রিয়াং। ধলাই জেলার  জেলা ও দায়রা জজ গৌতম সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *