নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স) : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক নয়াদিল্লিতে সফল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর রবিবার প্রস্থান করার সঙ্গে সঙ্গে ভারতে তার দুই দিনের দীর্ঘ সফর শেষ করেছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারত থেকে যাওয়ার সময় জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, জি-২০ শীর্ষ সম্মেলন একটা উচ্চাভিলাষী, অন্তর্ভুক্তিমূলক, দৃঢ়প্রতিজ্ঞ এবং কর্মমুখী সম্মেলন। যারা এই সম্মেলনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানান ঋষি সুনক। ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস রবিবার বলেন, ভারতীয় হোস্ট যারা ‘অতিথি দেব ভব’ প্রদর্শন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।
শুক্রবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে এসেছিলেন সুনক। স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে রবিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। তারপর তাঁরা বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে প্রার্থনা করেন। এই সম্মেলনে ঋষি সুনক জাতিসংঘ সমর্থিত জলবায়ু তহবিলে ২ বিলিয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন, যা বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে।