দেহরাদূন, ১০ সেপ্টেম্বর (হি.স) : ভারতরত্ন পন্ডিত গোবিন্দ বল্লভ পন্তকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বল্লভ পন্ত-এর অবদান সর্বদা স্মরণযোগ্য।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতরত্ন প্রয়াত ড. পন্ত ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, সমাজসেবক এবং দক্ষ প্রশাসক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পন্ডিত পন্ত দেশকে একটি নতুন দিকনির্দেশ করবার জন্য কাজ করেছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, কুলি, জবরদস্তি শ্রম ও জমিদারি প্রথা বিলুপ্তির জন্য কঠোর সংগ্রাম করে সমাজের কুফল দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পন্ত। তিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিন্দিকে সরকারী ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আধুনিক ভারত গড়তেও তাঁর অবদান অনস্বীকার্য। পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত-এর সংগ্রামী ও অনুপ্রেরণামূলক নেতৃত্ব দেশবাসীর জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।