BRAKING NEWS

নাগরাকাটায় স্ত্রীকে খুন স্বামীর ! গ্রেফতার অভিযুক্ত

নাগরাকাটা, ১০ সেপ্টেম্বর (হি.স): নাগরাকাটায় হাসপাতালে মৃত্যু হল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম মহিলা । নাগরাকাটার চ্যাংমারি চা বাগানের এই ঘটনায় মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম রেশমা কাছুয়া। তাঁর স্বামী রামবিলাশ কাছুয়া । ওই দম্পতির বাড়ি চ্যাংমারির প্রেমনগর লাইনে। রেশমা বাগানের ২৩৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার কাজ করতেন। জানা গিয়েছে, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ, বচসার সময় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে রামবিলাশ। গুরুতর জখম রেশমাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। পরে তাঁকে মাল সুপারস্পেশালিটি হাসপাতাল এবং সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।

এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য যোগিতা কেরকেট্টা বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত ব্যক্তি মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করত।’ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি তথা অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের শীর্ষ নেত্রী মৌসুমী ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *