নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্য অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জি-২০ শিখর সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নভেম্বর মাসে একটি ভার্চুয়াল সম্মেলন করার প্রস্তাব করেছেন মোদী, যাতে জি-২০ গোষ্ঠীর কাজ পর্যালোচনা করা যেতে পারে। সেই বৈঠকে সদস্যভুক্ত সমস্ত নেতাদের যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জি-২০ শিখর সম্মেলনে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের’ একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এটি সমগ্র বিশ্বে আশা জাগিয়ে তুলবে এবং সকলের শুভ কামনায় তিনি শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে জি-২০ প্রেসিডেন্সির গেভেল (সভাপতির হাতুড়ি) তুলে দেন। নভেম্বরে ব্রাজিলের হাতে জি-২০-র প্রেসিডেন্সি তুলে দেবে ভারত।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আপনারা সবাই জানেন, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ভারত জি-২০-র সভাপতির দায়িত্ব রয়েছে। এই দুই দিনে, আপনারা সবাই অনেক পরামর্শ দিয়েছেন এবং প্রস্তাব দিয়েছেন। আমরা যে সমস্ত পরামর্শগুলি পেয়েছি তা আবার পর্যালোচনা করা আমাদের কর্তব্য, যাতে অগ্রগতির গতি বাড়ানো যায়। আমি প্রস্তাব করছি, নভেম্বরের শেষে, আমরা জি-২০-এর একটি ভার্চুয়াল অধিবেশন করব। আমরা এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলি সেই ভার্চুয়াল অধিবেশনে পর্যালোচনা করতে পারি…আমি আশা করি আপনারা সবাই ভার্চুয়াল অধিবেশনে সংযুক্ত হবেন…এর সঙ্গে, আমি জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি।”