আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ক্রমাগত উত্তর জেলা সদর ধর্মনগরে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এখন চোরের দল ঘরবাড়ি বাদ দিয়ে বাইক চুরির দিকে বেশি মনোযোগী হয়েছে। তার মধ্যে পালসার বাইক চুরির ঘটনা ধর্মনগরে সর্বাধিক। রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে চলছিল কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের এক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে একটি পালসার বাইক যার নম্বর টি আর ০৫ ই৫০০৫, বাইকটি ছিল কালো রঙের ১২৫ সিসির বাইক। বিরাজ ধর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি সে এসেছিল অনুষ্ঠানে তার কাজে। বেশ অনেকগুলি বাইক একসাথে দাঁড়া করানো ছিল। বের হয়ে সে দেখতে পায় তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পর বাইকটি না পেয়ে অবশেষে ধর্মনগর থানায় প্রশাসনের শরণাপন্ন হয়। থানার পুলিশ তার অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য এই নিয়ে বেশ কয়েকটি পালসার বাইক ধর্মনগর শহরের বুক থেকে উধাও হয়ে গেল। পূর্বে একবার ক্রমাগত বাইক চুরির পর একটি গোপন সূত্র ধরে ধর্মনগর থানার পুলিশ পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি থেকে বেশ কিছু বাইক উদ্ধার করেছিল। এবারে এই চুরি কাণ্ড রুখতে পুলিশ উদ্যোগ গ্রহণ করুক, দাবী স্থানীয়দের।
2023-09-10