ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও স্বাস্হ্য শিবির অনুষ্ঠিত  আগরতলায়

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানী আগরতলা শহরে সচেতনতামূলক পদযাত্রা এবং এডি নগর পুলিশ লাইনে স্বাস্থ্য শিবির সংগঠিত করা হয় শুক্রবার। উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্ব ফিজিও থেরাপি দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দ্যা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিও থেরাপিস্টের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় হাতে প্লেকার্ড নিয়ে পথচারীদের সুস্থ থাকা সম্পর্কে সচেতন করা হয়। ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ জানান ১৯৯৬ সাল থেকে ভারতে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। খেলতে গিয়ে খেলোয়াড়রা অনেক সময় আহত হয়। ফিজিও থেরাপিস্টরা দ্রুত খেলোয়াড়দের সুস্থ করে তোলে। পরবর্তী সময় আগরতলা পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিওথেরাপিস্ট শিবির অনুষ্ঠিত হয়। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা চ্যাপ্টার এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্সের পক্ষ থেকে রাজ্য পুলিশের কর্মরত জওয়ানদের এবং তাদের পরিবারের সদস্যদের ফিজিওথেরাপিস্ট পরিষেরা প্রদান করা  হয় এদিন। ৫০ থেকে ৬০ জন এদিন পরিষেবা গ্রহণ করেন বলে জানান দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট আগরতলা শাখার সভাপতি ডাক্তার বীরবর দেবনাথ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। এদিন পুলিশ কর্মী ও তাদের পরিবারের লোকজনদের পরিষেবা দেওয়ায় ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *