ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।।শক্তিশালী দল গড়তে চলেছে ব্লাডমাউথ ক্লাব। ঘরোয়া ক্রিকেটের দলবদলের চতুর্থ দিনে ব্লাডমাউথে খেলার জন্য সই করলেন ৬ জন ক্রিকেটার। ৪ দিনে মোট ৬৮ জন ক্রিকেটার টোকেন তুললেন। এর মধ্যে ৬২ জন দলবদলে অংশ নিলেন। শুক্রবার ব্লাডমাউথে খেলার জন্য সই করেন বি সি সি-র দেবরাজ দে, শতদল সঙ্ঘের সৌরভ দাস, সংহতির নিরুপম সেন চৌধুরি, ইউনাটেড ফ্রেন্ডসের উদীয়ন বসু, স্ফুলিঙ্গের বিক্রম কুমার দাস এবং জয়দীপ ভট্টাচার্য। গেলো মরশুমে প্রথম ডিভিশনে সেরা হয়ে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছিলো ব্লাডমাউথ। এছাড়া সংহতি ক্লাবে খেলার জন্য সই করেন স্ফুলিঙ্গের জয়দীপ বনিক, পোলস্টারের অমরেশ দাস, বি সি সি-র আনন্দ ভৌমিক। এছাড়া এদিন দলবদলে অংশ নেয় কসমোপলিটন, ও পি সি, হার্ভে, পোলস্টার এবং ও পি সি।
2023-09-08