আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরায় উপনির্বাচনে দুই কেন্দ্রেই বিশাল মার্জিনে জয়ী হয়েছে বিজেপি। বক্সনগরে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন ৩৩৮৪৯ ভোট এবং মিজান হোসেন ৩৮৮৪ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ২৯৯৬৫। অন্যদিকে ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ ২৯৬৯৮ ভোট এবং সিপিএম প্রার্থী কৌশিক চন্দ ১১০৭৩ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ১৮৬২৫।
2023-09-08

