BRAKING NEWS

ত্রিপুরা রাজ্য মৎস্যজীবি ইউনিয়ন ‘র কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে মৎস্য দপ্তরে ডেপুটেশন 

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ সারাভারত মৎস্যজীবি ও মৎস্য শ্রমিক ফেডারেশন অনুমোদিত ত্রিপুরা রাজ্য মৎস্যজীবি ইউনিয়ন ‘র কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে মৎস্য দপ্তরের সুপারের  নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার। এই গণডেপুটেশনের জন্য মহকুমার ফুলছড়ি, মানিকভান্ডার, হালহালি, দুর্গাচৌমহনী, মরাছড়া, জামথুম, কচুছড়া, সালেমা ও শান্তিরবাজার অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শান্তির বাজার পার্টি অফিসে মৎস্যজীবীরা মিলিত হয়। শান্তিরবাজার থেকে কমলপুর- আমবাসা সড়ক ধরে আভাঙ্গা এস এফ অফিস পর্যন্ত দেড় কিলোমিটার পথ  মিছিল করে এস এফ অফিসের সম্মুখে সুখলাল দাসকে সভাপতি করে  এক জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক ও সর্বভারতীয় কমিটির যুগ্ম সম্পাদক সুধন দাস ,সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সংগঠনের রাজ্য ও মহকুমা কমিটির সম্পাদক মনিন্দ্র দাস, রাজীব দাস এবং বদরবোম হালাম।

এই জমায়েত থেকে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মনিন্দ্র দাসের নেতৃত্বে ৬ সদস্যক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। মৎস্য দপ্তরের সুপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *