আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভারত জোড়ো কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পদযাত্রা সংগঠিত করা হয়েছে। এদিন রাজ্যের ৯ টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে।
আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।
কেন্দ্রে বিজেপি সরকারের জন্য দেশজুড়ে বেরোজগারি, দুর্নীতি, বিভাজন, ষড়যন্ত্র, মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে ভারত জড়ো যাত্রা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে হয়েছিল তার এক বছর পূর্তি উপলক্ষে জেলাভিত্তিক পদযাত্রার আয়োজন করা হয়।মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেসের ভারত জড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়ে। ২০২২ সালে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় সাড়ে চার হাজার পথ অতিক্রম করে কন্যাকুমারীতে গিয়ে শেষ হয়েছিল কংগ্রেসের ভারত জড়ো কর্মসূচি। আজকে এই কর্মসূচি থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতি, বিভাজন, ষড়যন্ত্র এবং মূল্যবৃদ্ধির কারণে জনগণের যে নাভিশ্বাস ওঠার উপক্রম, তা গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এই কর্মসূচি বলে জানান তিনি।