গ্ৰামোন্নয়ন দপ্তরের বাস্তুকারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর ৷৷৷ নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির  অভিযোগ উঠেছে গ্ৰামোন্নয়ন দপ্তরের বাস্তুকারদের বিরুদ্ধে। কোন ধরনের শাস্তিমূলক ব‍্যবস্থা   নিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ। জানা যায় কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের  সরকারি কোয়ার্টারে গভীর রাত্র পযর্ন্ত চলে বাইক গাড়িসহ বিভিন্ন ব‍্যক্তির আনাগোনা। অস্থায়ী এক দুজন ইন্জিনিয়ার, বাছাই করা ঠিকাদার সহ চলে নিয়মিত অসামাজিক কাজ চলে বলে অভিযোগ। এতে ঐ এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে দাবি স্থানীয়দের । শুধুমাত্র রাস্তার নামে  রিয়াং শরনার্থী পূনর্বাসন প্রকল্পের বরাদ্দ প্রায় কয়েক কোটি টাকা কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে নয়ছয়ের ঘটনা প্রকাশ‍্যে এলে রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের ভূমিকা নিয়ে রহস‍্যের সৃষ্টি হয় স্থানীয়দের মনে।  জানা গেছে গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের কাছে  কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন বিষয় জানানো হয়েছে। এদিকে কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের আওতাধীন মনুছৈলেংটা এডিসি ভিলেজের রবিরাইপাড়া অ‍্যান্ড্রলামপাড়া এলাকায় প্রায় ছয় কিলোমিটার সলিং রাস্তা করা হচ্ছে। ঐ সলিং রাস্তার কাজ অত‍্যন্ত নিম্নমানের হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে দপ্তরের বিরুদ্ধে। ফলে সব গুলি বিষয় যেন রাজ্য সরকার খতিয়ে দেখে। এমনই দাবি এলাকাবাসীদের।