বারাণসী ও গাজিয়াবাদ, ৬ সেপ্টেম্বর (হি.স.): জোড়া আগুন লাগল উত্তর প্রদেশের দুই প্রান্তে। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের বারাণসীতে আগুন লাগে একটি ৩-স্টার হোটেলে। বারাণসীর শ্রী নগর কলোনিতে অবস্থিত ওই হোটেলে ভয়াবহ আগুন লাগে, আগুনে ওই হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, কেউ হতাহত হননি। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।
অন্যদিকে, বুধবার সকালে আগুন লাগে গাজিয়াবাদের একটি ফার্ণিচারের ফ্যাক্টরিতে। গাজিয়াবাদের প্রধান দমকল অফিসার রাহুল কুমার বলেছেন, গাজিয়াবাদের কবি নগর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। সকাল ৬.১৮ মিনিট নাগাদ আমরা খবর পাই। দমকল কর্মীদের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।