গঙ্গারামপুর, ৬ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সুকদেবপুর গঙ্গার ঘাটে পুনভর্বা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন নাবালক। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অপর এক নাবালক নিখোঁজ।। বুধবার ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালকের নাম গোবিন্দ দাস(১৬)। উদ্ধার হওয়া দুই নাবালক নারায়ন দাস(১৫) ও সুমন দাস(১৬) গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার সুকদেবপুর দাস পাড়া গ্রামের নাবালক গোবিন্দ দাস, সুমন দাস, নারায়ন দাস সহ পাঁচ বন্ধু এদিন দুপুরে গঙ্গারঘাটে পুনভর্বা নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে সাঁতার কাটার জন্য চার বন্ধু নৌকা থেকে ঝাঁপ দেয়। কিন্তু নদীতে জল বেশি থাকায় গোবিন্দ, সুমন ও নারায়ন হাবু ডাবু খেতে থাকে। বিষয়টি নজরে আসে গঙ্গার ঘাটে নৌকাতে বসে থাকা রাজু রায় নামে অপর এক যুবকের। এরপরই তড়িঘড়ি রাজু নদীতে ঝাঁপিয়ে পড়ে নারায়নকে উদ্ধার করে। গোবিন্দকে কোনও রকমে উদ্ধার করে নদীর কিনারে এনে, সুমনকে উদ্ধার করতে যায়। কিন্তু সুমনকে উদ্ধার করে ফিরে এসে রাজু দেখে গোবিন্দ নদীর কিনারে নেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি গ্রামবাসীদের মধ্যে জানাজানি শুরু হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি সুমন ও নারায়নকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গারামপুর থানার পুলিশ। ইতিমধ্যে নিঁখোজ নাবালককে খুঁজতে পুনভর্বা নদীতে তল্লাশি শুরু হয়েছে। নদীতে নামানো হয়েছে ডুবুরি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও উদ্ধার করা যায়নি নাবালককে।