আগরতলা, ৬ সেপ্টেম্বর: বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের গণনা বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেছে বামফ্রন্ট। দুটি কেন্দ্রেই ভোটে কারচুপি ও ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বামেরা।
ভোট গ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় মেলার মাঠে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের তরফে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছিল। কিন্তু দাবি জানানোর ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও নির্বাচন কমিশন এ ব্যাপারে কোন সিদ্ধান্ত ঘোষণা করেনি। স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনের মানসিকতা সম্পর্কে বামফ্রন্ট সম্পূর্ণভাবে অবগত।
গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট গ্রহণকে প্রহসনে পরিণত করার পর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের নির্দেশ না দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বামেরা। রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে জনগণের গণতান্ত্রিক অধিকার যে বারবার হরণ হচ্ছে এসব ঘটনার মধ্য দিয়ে তারই প্রমাণ মিলছে বলেও দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ ধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা বয়কট করার এই সিদ্ধান্ত জানিয়েছে।