আগরতলা, ৬ সেপ্টেম্বর।। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিল এনএসইউআই ছাত্র সংগঠন।
রাজ্য সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে বেশ কিছু সংখ্যক স্কুলকে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করেছে। এসব স্কুল বর্তমানে সিবিএসই-র আওতাধীন। সিবিএসই এর আওতাধীন এইসব স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইংরেজি কিংবা হিন্দিতে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে পরীক্ষার্থীরা।
বিদ্যাজোতি প্রকল্পে ইংরেজি অথবা হিন্দিতে পরীক্ষা দেওয়ার নিয়ম বাতিলের দাবিতে বুধবার শিক্ষাদপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন মিলিত হন এন এস ইউ আই -র ছাত্র সংগঠনের কর্মকর্তারা। ইতিমধ্যে রাজ্য সরকার ৮৮টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পে সিবিএসই-তে পরিণত করেছে। ফলে এবছর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সি বি এস সির নিয়ম অনুযায়ী তাদেরকে ইংরেজি অথবা হিন্দিতে পরীক্ষা দিতে হবে। অভিযোগ, একজন ছাত্র প্রাথমিক ক্লাস থেকে বাংলা মাধ্যম অনুসরণ করার পর হঠাৎ করে ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমের সাথে মানিয়ে নিতে পারবে না। তাছাড়া রাজ্যের বিদ্যালয়গুলিতে উন্নত পরিকাঠামো সহ ইংরেজি মাধ্যমের দক্ষ শিক্ষক শিক্ষিকা নেই বললেই চলে।
এই অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য আজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। অবশ্যই শিক্ষাদপ্তর থেকে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানানো সম্ভব হয়নি। স্বাভাবিক কারণেই বিদ্যাজ্যোতি প্রকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রীতিমতো বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের যেসব স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে ওইসব স্কুলে পর্যাপ্ত সংখ্যক ইংরেজি মাধ্যমের শিক্ষক শিক্ষিকা নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়নের জন্য সংগঠনের তরফ থেকে এদিন জোরালো দাবি জানানো হয়েছে।