আগরতলা, ৬ সেপ্টেম্বর।। রাজ্য সভার অধিবেশনে এআই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী রাজীব চন্দ্র শেখর ( ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রক) জানিয়েছেন, সরকার আগামী দশককে “ইন্ডিয়া টেকড” এবং যুব সমাজকে প্রযুক্তির সুযোগে পরিপুর্ন একটি দশকে দেখতে চায়। তিনি জানান, সরকার ২০১৮ সালের জুন মাস থেকে এআই -এর জন্য জাতীয় প্রকৌশল এবং এ আই- এর গবেষণা ও গ্রহণের জন্য একটি প্রস্তাব রেখেছে। যা হল # এআই ফর অল।
দেশে একটি শক্তিশালী এআই -এর পরিবেশ গড়ে তোলার জন্য সরকার নীতি ও পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন। পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেবের প্রশ্নের উত্তরে রাজীব চন্দ্র শেখর এও জানান“মেইক এআই ইন ইন্ডিয়া” এবং “ মেইক এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া” এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য তিনটি উৎকর্ষ কেন্দ্র ঘোষণা করা হয়েছে ২০২৩-২৪ বাজেটে।