ক্ষীরাইয়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার হাবরার স্বাগতর মরদেহ

উত্তর ২৪ পরগনা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। কসবার স্কুলে ছাত্রের মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। এরই মধ্যে এবার সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার উত্তর হাবরা এলাকার বাসিন্দা স্বাগত বণিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেললাইনের পাশ থেকে। আর তার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার রাতে মৃতদেহ ছাত্রের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা।

পরিবার সূত্রের খবর, হাবরা থেকে শিয়ালদার কলেজে প্রোজেক্ট আনতে যাওয়ার পর আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় স্বাগতর। অবশেষে পুলিশ খবর দেয় পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে পরিবারের লোকেরা মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

স্বাগতর মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে পরিবার ও প্রতিবেশীরা তুলছেন একাধিক প্রশ্ন । স্বাগতর দিদি বলেন, শিয়ালদহ যাবে বলে বেরিয়ে পাঁশকুড়া কী করে পৌঁছে গেল! আমাদের কোনও আত্মীয় ওখানে থাকেন না। যদি আত্মহত্যার উদ্দেশ্য থাকত ভাইয়ের, তা হলে তো হাবড়া থেকে শিয়ালদহ যাওয়ার পথেই করতে পারত। পাঁশকুড়ায় তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমি চাই না আর কোনও ভাই এ ভাবে হারিয়ে যাক। প্রশাসন দয়া করে সত্যিটা বার করুক।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *