গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির উপকণ্ঠ মেঘালয় সংলগ্ন জোড়াবাটে একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনা আজ বুধবার ভোররাতে জোড়াবাটের ১৪ মাইল এলাকায় সংঘটিত হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ১৪ মাইলে অবস্থিত একটি প্লাস্টিক ও কাৰ্টুনের ডাম্পে সংঘটিত হয়েছে ভয়ংকর এই অগ্নিকাণ্ড। মূলত রাত থেকে অগ্নিকাণ্ডের সূত্ৰপাত হয়েছিল। কেউ টের পাননি। কিন্তু ভোররাত প্রায় তিনটা নাগাদ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ রূপ ধারণ করে আগুন। আগুনের লেলিহান শিখা গোটা গুদামঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গুয়াহাটি এবং মেঘালয়ের নোংপো থেকে প্রায় ১১টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনিৰ্বাপক বাহিনীর জওয়ানরা। প্রায় চার ঘণ্টার কসরতের পর সকাল আটটা নাগাদ আগুন নিৰ্বাপন করেন অগ্নিনির্বাপক বাহিনীর জওয়ানরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় গুদাম সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।