শিক্ষা দপ্তরে এনএসইউআই এর ডেপুটেশন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি অথবা হিন্দিতে পরীক্ষা দেওয়ার নিয়ম বাতিলের দাবিতে  আজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন এন এস ইউ আই -র ছাত্র সংগঠনের সর্মথকরা।

জানা যায়, ইতিমধ্যে রাজ্য সরকার  ৮৮টি স্কুলকে বিদ্যা জ্যোতি স্কুল প্রকল্পে সিবিএসসিতে পরিণত করেছে। ফলে এ বছর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সি বি এস সির নিয়ম অনুযায়ী তাদেরকে ইংরেজি অথবা হিন্দিতে পরীক্ষা দিতে হবে। 

তাঁদের অভিযোগ, একজন ছাত্র প্রাথমিক ক্লাস থেকে বাংলা মাধ্যম অনুসরণ করার পর হঠাৎ করে ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমের সাথে মানিয়ে নিতে পারবে না।তাছাড়া রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে উন্নত পরিকাঠামো সহ ইংরেজি মাধ্যমের দক্ষ শিক্ষক শিক্ষিকা নেই।

এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য আজ শিক্ষা দপ্তরের অধিকর্তাট নিকট  ডেপুটেশন প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *