আগরতলা, ৫ সেপ্টেম্বর : সকাল সাতটা থেকে ত্রিপুরায় দুইটি কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে ৯৩৪৯৫ জন ভোটার আজ ৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। বক্সনগর কেন্দ্রে ৩ জন এবং ধনপুর কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মূলত, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি এবং সিপিএম। কারণ, কংগ্রেস উপনির্বাচনে সিপিএম-কে সমর্থন করেছে এবং তিপরা মথা নির্বাচনী লড়াই থেকে নিজেদের সরিয়ে রেখে বিবেক ভোটের ডাক দিয়েছে। ফলে, দুই কেন্দ্রেই বিজেপি এবং সিপিএমের মধ্যে সরাসরি লড়াই হচ্ছে।
বক্সনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী তফজ্জল হুসেন এবং সিপিএম প্রার্থী মিজান হুসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ এবং সিপিএম প্রার্থী কৌশিক চন্দ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোটার রয়েছেন ৯৩৪৯৫ জন। তাঁদের মধ্যে ১৬০ জন সার্ভিস ভোটার এবং ৮০ বছরের উর্দ্ধে ১২১৭ জন ভোটার বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেবেন। বক্সনগর কেন্দ্রে মোট ভোটার ৪৩১৪৯ জন। তাঁদের মধ্যে ২২২০৯ জন পুরুষ এবং ২০২৪০ জন মহিলা ভোটার রয়েছেন। ধনপুর কেন্দ্রে মোট ভোটার ৫০৩৪৬ জন। তাঁদের মধ্যে ২৬০৬৪ জন পুরুষ এবং ২৪২৮২ জন মহিলা ভোটার রয়েছেন। দুই কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১১০টি। তার মধ্যে বক্সনগর কেন্দ্রে ৫৯টি এবং ধনপুর কেন্দ্রে ৫১টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বক্সনগর কেন্দ্রে ১৯টি ভোট গ্রহণ স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে। তেমনি, ধনপুর কেন্দ্রে ২টি অতি স্পর্শকাতর, ১৫টি স্পর্শকাতর এবং ৩৪টি সাধারণ শ্রেণীর ভোট গ্রহণ কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে। উপনির্বাচনে মোট ৭৬২ জন ভোট কর্মী নিয়োজিত হয়েছেন। তাছাড়া, নিরাপত্তার দায়িত্বে ২৫০০ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও টিএসআর জওয়ান মোতায়েন রয়েছেন। এর বাইরে ত্রিপুরা পুলিশও নিরাপত্তা সামলাচ্ছেন। কমিশনের দাবি, দুই কেন্দ্রে দুইটি করে মডেল বুথ, সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।