BRAKING NEWS

চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালকরা

আগরতলা , ৫ সেপ্টেম্বর : পুজোর চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে পানিসাগরের চামটিলা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে নেমে এলো যান চালকেরা। ঘটনা মঙ্গলবার।  দুর্ভোগ চরমে। দুর্গাপূজা আসলে মাঝারি এবং বড় মাল গ্রহণকারী গাড়িগুলির মালিকদের জর্জরিত হতে হয় চাঁদার জুলুমে। কখনো কখনো অতিরিক্ত চাঁদা আদায়ের জন্য তাদের নিয়ে আসা মালপত্র নামিয়ে হেনস্থা করা হয়। ক্লাবগুলো অধিকাংশ বেশি রাতে মালবাহী গাড়িগুলির উপর অতিরিক্ত চাঁদা আদায়ের আশায় এই ধরনের নির্যাতন চালিয়ে যায়। দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ উঠে আসছে যান চালকদের তরফ থেকে। যানবাহন চালকদের কথায় শুধুমাত্র ক্লাবগুলো নয় বিভিন্ন থানার পুলিশ ও তাদেরকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করে সঠিক কাগজপত্র থাকার পরও। দ্বিধাগ্রস্ত এবং বিপর্যস্ত হয়ে যান চালকরা মঙ্গলবার সকাল দশটায় পানিসাগর মহকুমার চামটিলা এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়ক অবরোধে বসে। তাদের দাবি প্রশাসন থেকে তাদেরকে সঠিক নিরাপত্তা প্রদান করলে তবেই এই অবরোধ উঠবে। দুপুর বারোটার দিকে যখন জাতীয় সড়কে দুই দিকে হাজার হাজার গাড়ি দুই ঘণ্টা ধরে অবরোধে দাঁড়িয়ে পড়ে তখন পানিসাগরের মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং ডি সি এম গোবিন্দ দেববর্মা ছুটে আসেন অবরোধকারীদের বুঝিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে। তাদের আশ্বাসে দুই ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।
পরবর্তীতে যানবাহন চালক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন ক্লাবগুলো মিলে এক বৈঠকের আয়োজন করা হয়। এই ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কেমন করে চাঁদা আদায় করতে হবে ক্লাবগুলিকে এবং যানবাহন চালকরা যেন কোন ধরনের চাঁদার জন্য নির্যাতনের শিকার না হয় সেই ব্যবস্থা ও করা হবে। ঘটনার সুষ্ঠ সমাধানের আশা নিয়ে যান চালকরা অবরোধ প্রত্যাহার করেন। মুক্ত হয় জাতীয় সড়ক। দীর্ঘ ২ ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *