বারুইপুর, ৫ সেপ্টেম্বর (হি. স.) : এলাকায় বেআইনি ভাবে হেরোইন ও গাঁজা বিক্রি করছিল স্থানীয় বেশ কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হল এক প্রতিবাদী যুবককে। আক্রান্তের নাম আক্তার শেখ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকায়। গু
রুতর জখম অবস্থায় আক্তারকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবাদী ওই যুবক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রামনগর জলট্যাঙ্ক এলাকায় স্থানীয় গনেশ মোড়ল, খোকা মোড়ল, মাফুজ মোড়লরা বিগত বেশ কিছুদিন ধরেই হেরোইন, গাঁজার আড্ডা বসাচ্ছে। বেআইনি ভাবে এই নেশার জিনিস বিক্রি করছে। গ্রামে এই ধরনের বেআইনি কাজ করার প্রতিবাদ জানান পেশায় গাড়ির চালক আক্তার। অভিযোগ সেই কারনেই তাঁর উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়।