আগরতলা, ৪ সেপ্টেম্বর : রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে।চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। এরই মধ্যে গতকাল গভীর রাতে লেক চৌমুহনী এলাকায় এক কাপড়ের দোকানে হাত সাফাই করল চোরের দল।
জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন।কিন্তু আজ সকালে এসে দোকানে চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পান।চোরের দল দোকানের পিছনের দরজার গ্রিল ভেঙে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানান তিনি।সাথে সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন,এর আগে তিনবার তাঁর দোকানে চোরের দল হানা দিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে।