৫ সেপ্টেম্বর থেকে বাজা‌রিছড়ার চন্দ্রপু‌রে নেতাজি ট্রফি নাইন এ সাইড নকআউট ফুটবল টুর্না‌মেন্ট

বাজারিছড়া (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার কর্নার ভয়েস এনজিও এবং এগিয়ে চলো ক্লাবের যৌথ পরিচালনায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে চন্দ্রপুর শনিবাজার খেলার মাঠে শুরু হ‌বে নেতাজি ট্রফি নাইন এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট।

প্রতি‌দিন বিকাল তিনটা থেকে খেলা শুরু হবে। খেলার এন্ট্রি ফি পাঁচ হাজার টাকা। প্রতিটি দলকে নির্দিষ্ট দিনে এক ঘণ্টা আগে মাঠে উপস্থিত হতে হবে। তাছাড়া অন্যান্য প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রত্যেক দলকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠেয় টুর্নামেন্টে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে এক লক্ষ টাকা। রানার্স-আপ ৫০ হাজার টাকা এবং সেরা খেলোয়াড় পাবেন দশ হাজার টাকা। সঙ্গে উভয় দলের জন্য রয়েছে পৃথক পৃথক ট্রফি। ওই টুর্না‌মেন্ট‌টি উপ‌ভোগ কর‌তে প্রত্যেক ক্রীড়াপ্রেমী‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন আয়োজকদের পক্ষে লিপ্টু পাল ও জয় পাল।