পূরবী‌”  সামাজিক সংস্থা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। মন্দির নগরী উদয়পুর শহরের ” পূরবী‌”  সামাজিক সংস্থা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নানা সাংস্কৃতিক ও সামাজিক  কর্মসূচি পালন করছে। গত ২৬ শে আগষ্ট এক রক্ত দান শিবিরে মধ্যে দিয়ে সংস্থাটি তাঁর ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন শুরু করে। ৩ সেপ্টেম্বর রবিবার  উদয়পুর শহরে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত করে পূরবী সামাজিক সংস্থা। শোভাযাত্রাটি  উদয়পুর নিউটাউন রোড, সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, মহাদেব দীঘির পাড় হয়ে আবার ডাকবাংলা রোডস্থিত সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায়  উদয়পুরের বিশিষ্ট  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্তরের শিল্পী, শিশুশিল্পী,অভিভাবক, অভিভাবিকা, সাংবাদিক সহ উদয়পুরের  বিশিষ্ট নাগরিকরা অংশ নিয়েছে। সামাজিক সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সামাজিক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন আগামীদিনেও তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সেবামূলক কাজকর্ম সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা এলাকার সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *