ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর।। পুরো খেলায় গোল হয়েছে একটি। তাও এগিয়ে চলো সংঘের পক্ষে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পথে, ইনজুরি টাইমে গোল পায় এগিয়ে চলো সংঘ। ১২ নম্বর জার্সিধারী স্ট্রাইকারের গোলে এগিয়ে চলো সংঘকে সাফল্য এনে দেয়। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে আজ এগিয়ে চলো সংঘ লাল বাহাদুর ব্যায়ামাগারের মুখোমুখি হয়েছিল। শেষ মুহূর্ত এগিয়ে চলো সংঘের ন্যূনতম গোলে লাল বাহাদুর ব্যায়ামাগার পিছিয়ে যায়। পরবর্তী সময়ে মাঠে সংঘটিত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচের ফলাফল নিয়ে অনেকেই অনেক রকম বলাবলি করছেন। কার্যত রেফারি রিপোর্ট অনুযায়ী ম্যাচের ফলাফল এখন কি হয় তাই এখন দেখার বিষয়।
2023-09-03