ভাউনখোলা পৌঁছে গ্রামবাসীদের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী ধামি

বাগেশ্বর, ৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার সকালে গরুড়ের কাছে ভাউনখোলা গ্রামে পৌঁছেছেন। এদিন তিনি গ্রামে পৌঁছে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করেন।

এলাকাবাসীর সঙ্গে দেখা করে এলাকার সমস্যাগুলো শুনে নেন ধামি। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন, বিজেপি সরকার জনগণের উন্নতির জন্য কাজ করছে। প্রসঙ্গত, বাগেশ্বর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচারের জন্য ধামি এলাকায় সফর করছেন।