আগরতলা, ২ সেপ্টেম্বর।। রাখি বন্ধন উৎসব এখন আর শুধুমাত্র ভাই ও বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উৎসব অন্যতম সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলি রাখি বন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে স্থিতিবস্থা বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।
রাখী বন্ধন উৎসব পালন করলো কল্যানপুরের অগ্রনী সামাজিক সংস্থা দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি। পারস্পরিক মেলবন্ধনের ভীতকে বলিষ্ঠ করার লক্ষ্য নিয়ে রাখী বন্ধন উৎসবে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই উৎসবের অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা কল্যাণপুর আরক্ষা দপ্তরের কর্মীদের রাখি পড়ানোর পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তর, সাধারণ প্রশাসন সহ কল্যাণপুর আর ডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিডিও, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত স্তরের কর্মীদের রাখি পরিয়ে দেয়। এর পাশাপাশি মানবিকতার বন্ধনকে বলিষ্ঠ করার জন্য সংস্থার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালক, পত্রিকা বিতরক প্রত্যেকের হাতেই রাখি পরিয়ে দেওয়া হয়। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংস্থার সভাপতি অমলেন্দু দেব রায় দাবি করেছেন যেহেতু আমরা প্রত্যেকে প্রত্যেকের তরে তাই প্রকৃতভাবে সমাজের মধ্যে মেলবন্ধনের ভিত তৈরি করার জন্য আজকের এই আয়োজন। পাশাপাশি শ্রী দেব রায় এটাও দাবি করেছেন এই আয়োজন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে নারাজ দিনকাল ওয়েলফেয়ার সোসাইটি, আগামী দিনে সংস্থা সরকার সহ সাধারণ মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে সমাজের প্রয়োজনে ময়দানে থাকছে বলে দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দাবি করেছেন।
এদিকে দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির এই মানব দরদী কর্মসূচির প্রশংসা করেছেন কল্যাণপুর আর ডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত বি দিলীপ দেবনাথ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমূখ। আজকের এই কর্মসূচিতে দিনকাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ছাড়া ও সম্পাদক রাজিব ঘোষ ,সহ সম্পাদিকা মিঠু দেবনাথ, সহ-সভাপতি রমা দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
2023-09-02

