উপ নির্বাচন নিয়ে জোট হয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিআইএম : রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২ সেপ্টেম্বর।। সিপাহীজলা জেলার বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন নির্বাচন ঘোষনার পর সিপিআইএম দল জোট হয়েছে বলে ভোটারদের বিভ্রান্ত করেছে, ভুল বার্তা দিয়েছে। তা মানুষ ভালো চোখে দেখেননি। সিপিআইএম উপ নির্বাচনে জোট গঠন করে লড়াই করছে বলে দাবি করলেও বাস্তবে কংগ্রেস দলের কোন নেতাকে প্রচারে শামিল হতে দেখা যায়নি।এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন ধনপুর ও বক্সনগর বিধানসভা এলাকায় কংগ্রেসের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। কংগ্রেসের দীর্ঘকালের লড়াকো নেতা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া পর্যন্ত দলীয় নেতাদের কাজকর্মে অতিষ্ঠ হয়ে এবং সিপিএমের সঙ্গে জোট গঠনের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপি দলে শামিল হয়েছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন ,সিপিআইএমের দীর্ঘ শাসনকালে কংগ্রেসের বহুনেতা কর্মী সমর্থক খুন হয়েছেন ,তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, এমনকি বহু কংগ্রেস সমর্থক এলাকা ছাড়া হয়েছেন। কিন্তু তারপরও একমাত্র বিজেপি দলকে প্রতিহত করার জন্য কংগ্রেস দল চিরশত্রু সিপিএমের সঙ্গে আঁতাত গঠন করেছিল। সেই আঁতাত কেউ মেনে নিতে পারেননি বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এর প্রমাণ ২০১৮ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তিপরা মথা

উপনির্বাচনে  সিপিএমকে সমর্থন না করে,ভোটারদের কাছে বিবেক ভোটের আবেদন জানিয়েছে।কারণ তারা বুঝতে পেরেছে বিজেপি সরকার ছাড়া জনজাতিদের উন্নয়ন সম্ভব নয়। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিপরা মথা নেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।তাঁর কটাক্ষ, সিপিএম ত্রিপুরায় ৩৫ বছর ক্ষমতায় থেকে নির্বাচনী লড়াইয়ে এখন তাঁদের অন্যের উপর নির্ভর হতে হচ্ছে।উপনির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। কারণ তাদের নির্বাচনে অন্যের উপর নির্ভর হতে হয় না।

তার দাবি ,বিগত ৩৫ বছর ধরে সিপিএমের ক্যাডাররা কংগ্রেস সমর্থকদের উপর আক্রমণ করে আসছিল। তারপরও কংগ্রেস সিপিআইএমের সাথে আঁতাত করেছিল। তাতে কংগ্রেস সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল।এদিন রাজীব ভট্টাচার্য্য জনগণের কাছে নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করার জন্য আবেদন জানিয়েছেন। রাজ্যের জনগণ নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতেই ২০১৮ সালে বিজেপির নেতৃত্বে দিন সরকারকে রাজ্যের ক্ষমতায় এনেছেন এবং ২০২৩ সালের নির্বাচনেও পুনরায় বিজেপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন বলে দাবি করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *