উৎক্ষেপণের অপেক্ষায় আদিত্য-এল ১, সাফল্য কামনায় দেশজুড়ে মহাযজ্ঞ ও পূজার্চনা

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সূর্যযান আদিত্য-এল ১-এর যাত্রা আর কিছু ক্ষণেই মধ্যেই। প্রতীক্ষায় গোটা দেশ। ইসরোর এই মিশনের সাফল্যেও দেশজুড়ে চলছে মহাযজ্ঞ ও পূজার্চনা। উত্তর প্রদেশের বারাণসীতে শনিবার সকালে আদিত্য-এল ১ মিশনের সাফল্য কামনা করে বিশেষ পূজার্চনা করা হয়। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাডে আদিত্য-এল১ স্থাপন করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ উৎক্ষেপণ হবে আদিত্য-এল ১।

ইসরো জানিয়েছে, আদিত্য-এল ১-কে পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে। এই অংশকে বলা হয় ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’। যেখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একই সঙ্গে ক্রিয়াশীল থাকে। ফলে ওই অঞ্চলে স্থির থাকতে পারে কৃত্রিম উপগ্রহ। মহাকাশের পরিবেশ, আবহাওয়া এবং তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সবই পর্যবেক্ষণ করার চেষ্টা করবে আদিত্য-এল১। এর ফলে সূর্য সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।