আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে বক্সনগর বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টায় মরিয়া শাসক দল।তাই প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার নেতৃত্বরা।আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রের কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রতিটি অলিগলিতে ও পাড়ায় পাড়ায় বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে সুবিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছে।
এদিনের পদযাত্রার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা.অধ্যাপক মানিক সাহা,বিধায়ক কিশোর বর্মন,বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন প্রার্থী তফাজ্জল হোসেন বলেন, বাম আমলে ২৫ বছরে বক্সনগরে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি।তাই উপনির্বাচনে জয়ী হয়ে আগামী সাড়ে চার বছর বক্সনগরে সামগ্রিক উন্নয়নমূলক কাজ করবেন।