আগরতলা, ৩১ আগস্ট: রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে আজ রামনগর ৫ নং রোডস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ওই অনুষ্ঠানপ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও মেয়র দীপক মজুমদার।প্রজাপিতা ব্রহ্মকুমারীর সদ্যসরা মুখ্যমন্ত্রীর হাতে রাখী পরিয়ে দেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, একটা সময়ে মেয়েদের পেছনের সাড়িতে দাবিয়ে রাখা হতো।কিন্তু বর্তমানে মেয়েরা পিছিয়ে নেই।তাছাড়া পরীক্ষায় ভালো ফল করলে ছাত্রীদের স্কুটি প্রদান করা হবে।তার জন্য এবছরের বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে।