মহিলা অপরাধ হ্রাসে চাই সম্মিলিত প্রচেষ্টাঃ সমাজকল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট।। মহিলা অপরাধ হ্রাস করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মহিলা থানার সংখ্যা বাড়ালে অপরাধ কমবে না। এজন্য চাই জনসচেতনতা। জনসচেতনতা তৈরিতে পুলিশ ও ত্রিপুরা মহিলা কমিশনের মধ্যে সমন্বয় থাকতে হবে।  প্রজ্ঞাভবনের ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন। আলোচনার বিষয় ছিল মহিলা থানার কাজ, দক্ষতা ও কার্যপ্রণালী। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। মহিলাদের গার্হস্থ্য হিংসা প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। সরকার মহিলাদের স্বনির্ভরতায় অগ্রাধিকার দিয়েছে। মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হলে অপরাধ অনেকটা কমে যাবে। এলক্ষ্যে গত ৫ বছরে বিভিন্ন স্বসহায়ক দলকে ৬০০ কোটি টাকার উপর ঋণ দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *