আগরতলা, ৩০ আগস্ট।। মহিলা অপরাধ হ্রাস করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মহিলা থানার সংখ্যা বাড়ালে অপরাধ কমবে না। এজন্য চাই জনসচেতনতা। জনসচেতনতা তৈরিতে পুলিশ ও ত্রিপুরা মহিলা কমিশনের মধ্যে সমন্বয় থাকতে হবে। প্রজ্ঞাভবনের ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন। আলোচনার বিষয় ছিল মহিলা থানার কাজ, দক্ষতা ও কার্যপ্রণালী। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। মহিলাদের গার্হস্থ্য হিংসা প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। সরকার মহিলাদের স্বনির্ভরতায় অগ্রাধিকার দিয়েছে। মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হলে অপরাধ অনেকটা কমে যাবে। এলক্ষ্যে গত ৫ বছরে বিভিন্ন স্বসহায়ক দলকে ৬০০ কোটি টাকার উপর ঋণ দেওয়া হয়েছে।
2023-08-30