লখনউ, ৩০ আগস্ট (হি.স.): ডাবল ইঞ্জিন সরকার মনে করে কন্যা সন্তান একজন মেয়ে। মেয়ের সঙ্গে কোনও বৈষম্য করা উচিত নয়। বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সকালে লখনউতে লোক ভবনে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার সংলাপ কর্মসূচিতে অংশ নেন। সেখানে মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধেন ছোট্ট শিশু ও তরুণীরা।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “ডাবল ইঞ্জিন সরকার মনে করে কন্যা সন্তান একজন মেয়ে। মেয়ের সঙ্গে কোনও বৈষম্য করা উচিত নয়।” যোগীর কথায়, “কন্যার নিরাপত্তা, সুরক্ষা এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিত… আমি প্রায়শই দেখি যে বোর্ড পরীক্ষা হোক অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনও বৈষম্য ছাড়াই ফলাফল বের হলে, মেয়েরা বেশি স্থান পায়।”