আগরতলা, ৩০ আগস্ট।। নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনা গ্রহণ করলেও নেশাকারবারীরা নতুন নতুন কৌশলে তাদের নেশা কারবার চালিয়ে যাচ্ছে। এক নেশা কারবারিকে আটক করে নেশার বদলে ঘাস খাওয়ানো হলো। ঘটনা বুধবার বিলোনিয়া সাড়াসীমা মাস্টারপাড়া এলাকায়। নেশা সামগ্রী কিনে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় শান্তির বাজারের তিন নেশাখোর। পরে নেশা সামগ্রী সহ তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
নেশামুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন বাস্তবায়িত করা রীতিমত চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে। নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে । পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোন পরিবারের কোন ছেলে মেয়ে কখন এই ভয়ংকর নেশার কবলে পড়বে তা আগাম বলা খুবই মুশকিল । এই ভয়ঙ্কর নেশার কবল থেকে সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরী। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনও নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছেন । এর মাধ্যমেই নেশার বাণিজ্যে কিছুটা হ্রাস টানা সম্ভব হবে বলে আশা রাজ্যবাসীর।