শ্রী শ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ শুভ আবির্ভাব স্মরণোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর

আগরতলা, ৩০ আগস্ট।। শ্রী শ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ শুভ আবির্ভাব স্মরণোৎসব এবং শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস ও নবনির্মিত ভোক্তা বাসের দ্বার উদঘাটন উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন এর ব্যবস্থা  করা হয়েছে।নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ এই আয়োজনের উদ্যোক্তা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের তরফে এই ঘোষণা দেওয়া হয়। শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ ও শুভ আবির্ভাব  স্মরণোৎসব উদযাপন অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর রক্তদান শিবিরের পাশাপাশি হবে নবনির্মিত ভবনের দ্বার উদঘাটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *