মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): বিরোধীদের “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠকের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। বুধবার সকালে জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠকের আয়োজক শিবসেনা। কংগ্রেস ও এনসিপি তাঁদের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। প্রসঙ্গত, মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের দু’দিনের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। “ইন্ডিয়া” জোটের লোগো উন্মোচন করা হবে পয়লা সেপ্টেম্বর। উদ্ধব ঠাকরে ৩১ আগস্ট প্রতিনিধিদের জন্য একটি নৈশভোজের আয়োজন করবেন।
বুধবার সকালে সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত বলেছেন, “সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে “ইন্ডিয়া” জোটের বৈঠকের আয়োজক শিবসেনাও। গোটা দেশের নেতারা আসছেন মুম্বাইয়ে।” বুধবারই মুম্বইয়ে এসে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। “ইন্ডিয়া” জোটের দলগুলির আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমতের বিষয়ে, ফারুক আব্দুল্লাহ বলেছেন, “চিন্তা করার কী আছে? যা হওয়ার, তাই হবে। কেবল ঈশ্বরই জানেন কী হবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে আমাদের চেষ্টা করতে হবে।”