আগরতলা, ৩০ আগস্ট: প্রত্যেক বছরের মত এ বছরও অতিথিশালায় রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণ করা, মহিলাদের অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত বোনেদের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করে থাকেন তিনি।তাছাড়া, এখন ত্রিপুরার মহিলারা স্বাবলম্বী হতে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে আসছেন।
এদিন রাজ্য অতিথিশালায় (সোনার তরী) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনেরা বিপ্লব কুমার দেবকে রাখি পড়ান।এদিন তিনি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে সমস্ত বোনেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।