জি-২০ উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী, মধ্য দিল্লিতে তৈরি হচ্ছে হেরিটেজ পার্ক

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ভারতের পৌরহিত্যে সেপ্টেম্বরে জি-২০ গোষ্ঠীর বৈঠক উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী দিল্লি। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সামনে ভারতের সৌন্দর্য্য তুলে ধরতে কোনও রকম খামতি রাখা হচ্ছে না। সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে নতুন দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এখন জোরকদমে চলছে। জাতীয় রাজধানীর সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করছে দিল্লি পৌর নিগম।

সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসাবে, দিল্লির বিশিষ্ট স্থানে ২০টি ভাস্কর্য এবং ১১টি ফোয়ারা স্থাপন করেছে দিল্লি পৌর নিগম। ৮০ হাজারের বেশি টবের গাছ, ৪৩ হাজার চারা রোপণ করা হয়েছে। শীর্ষ সম্মেলনকে স্মরণীয় করে রাখতে মধ্য দিল্লিতে একটি হেরিটেজ পার্কও তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে জি-২০ গোষ্ঠীর বৈঠক উপলক্ষ্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠছে রাজধানী দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *