দেহরাদূন, ৩০ আগস্ট ( হি.স.): রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে বড় ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার সকালে জানিয়েছেন, রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে ৩০ আগস্ট দুপুর বারোটা থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত উত্তরাখণ্ড পরিবহন নিগম দ্বারা পরিচালিত বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ, ৩০ আগস্ট দুপুর বারোটা থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
গত বছরও রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে ২৪ ঘণ্টার জন্য বাস-যাত্রায় ছাড় দিয়েছিল পুষ্কর ধামি সরকার। এবারও অন্যথা হল না। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, উত্তরাখণ্ড এবং অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে যাওয়া উত্তরাখণ্ড পরিবহন কর্পোরেশনের বাসগুলিতে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন মহিলারা। রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্যের মহিলাদের ‘উপহার’ দিলেন মুখ্যমন্ত্রী ধামি।