পুণে, ৩০ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় একটি বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রাণ হারালেন ৪ জন। বুধবার ভোর পাঁচটা নাগাদ পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড়ের পূর্ণনগর এলাকায় অবস্থিত ওই বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। আবাসিক ভবনের নিচতলায় ওই বৈদ্যুতিক হার্ডওয়্যারের দোকানে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জনের।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোরে পিম্পরি-চিঞ্চওয়াড়ের পূর্ণনগর এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। ওই দোকানের ভিতরে রাতে কয়েকজন সম্ভবত ঘুমিয়েছিলেন। শর্টসার্কিটের কারণে ওই দোকানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মামলা রুজু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।