হাওড়া, ২৯ আগস্ট (হি. স.) : পরপর দু’টি স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। এবার দুষ্কৃতীদের স্কুলে প্রবেশের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতার উদং গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উদং হাই স্কুলে ও উদং গার্লস হাই স্কুলে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, উদং হাই স্কুলের অফিস ঘর, স্টাফ রুম-সহ বেশ কয়েকটি ঘরের প্রায় ৮-১০ টি তালা ভাঙে দুষ্কৃতীরা। এই স্কুল থেকে তালা ভেঙে নগদ প্রায় আট হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
পাশাপাশি, তথ্য লোপাটের চেষ্টায় হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। পাশেই থাকা প্রাথমিক বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুষ্কৃতীদের স্কুলে প্রবেশের দৃশ্য।সোমবার রাত এগারোটার পর ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়। মুখে চাপা দিয়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করছে দুষ্কৃতীরা। অন্যদিকে, উদং গার্লস হাইস্কুলেও অফিস রুম ও স্টাফ রুমের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, তালা ভেঙে নগদ প্রায় পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালেই দু’টি স্কুলে আসে আমতা থানার পুলিশ।

