জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদকে শ্রদ্ধা অনুরাগের, স্পোর্টিং পাওয়ার হাউস গড়ার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): জাতীয় ক্রীড়া দিবসে কিংবদন্তী হকি তারকা মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সকালে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা নিবেদন করেন অনুরাগ ঠাকুর। পাশাপাশি স্পোর্টিং পাওয়ার হাউস গড়ার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।

মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার)-এর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানান, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে, আমি আমাদের সমস্ত ক্রীড়াবিদ, কোচ এবং যারা ভারতীয় ক্রীড়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উদযাপন করার সময়, আসুন আমরা একটি খেলাধুলার পাওয়ার হাউস তৈরি করার এবং নতুন উচ্চতা অর্জনের জন্য নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি! একসঙ্গে আমরা খেলাধুলার আনন্দ ছড়িয়ে দেব, চলো খেলি!