ওয়াশিংটন, ২৯ আগস্ট (হি.স.): ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য খুশি ব্যক্ত করলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি বলেছেন, শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি গর্বের মুহূর্ত। তাছাড়া আমরা এত অল্প সময়ে এবং অল্প বাজেটে খুব সফলভাবে তা করতে পেরেছি। আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে এক অনুষ্ঠানের ফাঁকে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, “চন্দ্রায়নের অন্বেষণ ঘটেছে এবং সেখানে নারী শক্তি খুব প্রাধান্য পেয়েছে। এটি একটি অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত যে আমরা চাঁদে অবতরণ করেছি এবং ইতিমধ্যে আমরা ছবিটি পেতেও শুরু করেছি।”
সূর্য অন্বেষণ-এর জন্য ভারতের আদিত্য এল-১ মিশন অভিযানও সফল হবে বলে তাঁর আশা। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, “আসন্ন মিশনও এভাবেই সফল হবে। (চন্দ্রযান-৩ অবতরণের ঠিক আগের দিন), আমি ইসরো প্রধান এস সোমনাথের সঙ্গে কথা বলেছিলাম এবং আমি তাঁকে বলেছিলাম সবকিছু ঠিকঠাক হবে এবং আমাদের সমস্ত প্রার্থনা তাঁর সঙ্গে ছিল।”