নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কুমারঘাটে

আগরতলা , ২৯ আগস্ট : আগামী ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন।এরই অঙ্গ হিসেবে ১৭ সেপ্টেম্বর কুমারঘাট পি.ডব্লিউ.ডি ময়দানে নমঃ বিকাশ উৎসব এবং ২০২৪ মোদিজি ওয়ান্স মোর নামক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি সরকার। আজ বিধায়ক হোস্টেলে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিধায়ক ভগবান দাস।

তিনি এদিন বলেন ,ওইদিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

তার কথায় ,ওই অনুষ্ঠানে মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্তির ত্রিপুরা গড়তে কর্মসূচি, গীতা বিতরণ এবং শারীরিক দুর্বলদের হুইল চেয়ার বিতরণ করা সহ বিভিন্ন অনুষ্ঠান।এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।