তিরুবনন্তপুরম, ২৯ আগস্ট (হি.স.): কেরল তথা সমগ্র দেশবাসীকে ওনামের শুভেচ্ছা জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সাম্যের উৎসব এটি। কেরলজুড়ে সেখানকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ওনামের দশম দিন উপলক্ষে এদিন থিরুওনাম উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে থাকা কেরলবাসীরা এই উৎসবে শামিল হয়েছেন। উল্লেখ্য, ফসলের উৎসব ওনাম জাতিধর্ম নির্বিশেষে প্রগতি, ধর্মনিরপেক্ষতা ও সংহতির প্রতীক।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই টুইট (এক্স) করে জানান, “সমৃদ্ধি, ভ্রাতৃত্ব এবং সাম্যের উদযাপন ওনাম। বর্ণ ও ধর্মীয় বিভাজনের উর্ধ্বে মানবিক ঐক্যকে শক্তিশালী করতে ওনাম আমাদের অনুপ্রাণিত করে। উদযাপনে মনের সমাবেশ হওয়া উচিত যা বিভক্ত চিন্তা দ্বারা দূষিত নয়। সবাইকে ভালোবাসার সঙ্গে শুভ ওনাম।”